বইসই ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধ-----
“Whoever saves one life saves the world entire”-Talmud Yerushalmi, Sanhedrin 4:12 মানব সভ্যতার ইতিহাসে ঘটা ভয়াবহ ও কলঙ্ক পূর্ণ কিছু হত্যাযজ্ঞের মধ্যে একটি নিঃসন্দেহে দ্বিতীয় বিশ্বযুদ্ধ । এই যুদ্ধে “দ্য ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি” বা এক কথায় নাৎসি বাহিনী এবং তাদের নেতা অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হওয়ার অনেক আগে থেকেই বিভিন্ন বর্ণ, জাতি তথা জাতিগত বিষয় সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন। তিনি তার বক্তৃতা ও তার আত্মজীবনী 'মাইন ক্যাম্ফ' বইতে একটি জাতির বিশুদ্ধতা রক্ষার প্রয়োজনীয়তা এবং জার্মান জাতির উৎকৃষ্টতার কথা উল্লেখ করেন । বাকিটা পড়তে নিচে ক্লিক করুন ...
নুরেমবার্গ আইন
চিরঞ্জিত ঘোষ

.gif)
0 Comments:
Post a Comment