Monday, April 24, 2023

স্বস্তিকা ও হিটলার (Swastika & Hitler)

BY Dr.Chiranjit Ghosh IN , No comments

 

বইসই ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধ-----


আধুনিক বিশ্ব  ইতিহাসে সবচেয়ে পরিচিত চিহ্ন হিসেবে ধরা হয় স্বস্তিকাকে। প্রাচীনকাল থেকেই চিহ্নকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ভাবা হয়। যদিও এই চিহ্ন যুগে যুগে  নৃশংসতা ও স্বৈরাচারীতার দখলদারিত্ব আর রক্তপাতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বস্তিকা একটি সংস্কৃত শব্দ যার অর্থ কল্যাণ বা মঙ্গল বা ‘সৌভাগ্য’, ‘ভালো থাকা’।সনাতন, বৌদ্ধ,জৈন ধর্মালম্বীদের কাছে স্বস্তিকা অত্যন্ত পবিত্র।স্বস্তিকার ইতিহাস বহু প্রাচীন। স্বস্তিকা উল্লেখযোগ্য ব্যবহার ভারতে দেখা যায়, যেখানে স্বস্তিকা হিন্দু, বৌদ্ধ ও জৈনবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। স্বস্তিকাকে ব্রহ্মা ও সূর্যের সঙ্গে সংযুক্ত করা হয়। বাকিটা পড়তে নিচে ক্লিক করুন ... 

স্বস্তিকা ও হিটলার
চিরঞ্জিত ঘোষ

0 Comments:

Post a Comment